মহিলারা যে সব ক্যান্সারে সব থেকে বেশি আক্রান্ত হন, সেই তালিকায় সবার উপরে রয়েছে ব্রেস্ট ক্যান্সার বা, স্তন ক্যান্সার (Breast Cancer)। ভারতে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি দেখা যাচ্ছে (Breast Cancer Cases Increasing In India)। শুধুমাত্র এমন নয়, এই দেশে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত মহিলাদের মধ্যে কম বয়সিদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে বিশেষজ্ঞদের বিভিন্ন অংশের তরফে সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি যথাযথভাবে সচেতন (Breast Cancer Awareness) হওয়ার পাশাপাশি সতর্ক এবং সুস্থ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে (Be Careful, Stay Healthy)। ব্রেস্ট বা, স্তন ক্যান্সার-এর বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অক্টোবর মাস-কে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ (Breast Cancer Awareness Month October) হিসাবে পালন করা হয়। এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য প্রতিদিন-এর অসুখবিসুখ-এ বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যান্সার সার্জেন (Surgical Oncologist) ডাক্তার শুভদীপ চক্রবর্তী (Doctor Suvadip Chakrabarti)।
দেখুন ভিডিও: